ক্রীড়া প্রতিবেদক
জুন ১২, ২০২১
০২:২৫ অপরাহ্ন
আপডেট : জুন ১২, ২০২১
০২:২৫ অপরাহ্ন
ফরাসি ওপেনের নতুন রানী চেক রিপাবলিকের বারবোরা ক্রেইচিকোভা। আজ শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেনকোভাকে ৬-১, ৬-২, ৬-৪ গেমে হারান চেক রিপাবলিকের বারবোরা ক্রেইচিকোভা। এর আগে ফরাসি ওপেনে ২০১৩ ও ২০১৮ সালে মেয়েদের ডাবলসে চ্যাম্পিয়ন হন ক্রেইচিকোভা।
রোলাঁ গাঁরোয়'র মেয়েদের এককের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হওয়ার পরই ফরাসি ওপেন যে নতুন রানী পাচ্ছে বিষয়টি নিশ্চিত হয়ে যায়। স্লোভেনিয়ার তামারা জিদানসেক, রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেনকোভা, গ্রিসের মারিয়া সাকারি ও বারবোরা ক্রেইচিকোভা চার জনই প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠেছিলেন।
সেমিফাইনালে স্লোভেনিয়ার তামারা জিদানসেককে হারিয়ে পাভলিউচেনকোভা ও মারিয়া সাকারিকে হারিয়ে ক্রেইচিকোভা ফাইনাল নিশ্চিত করেন। আর শনিবার অনুষ্ঠিত ফাইনালে বাজিমাত করেন ক্রেইচিকোভা।
এএন/০৯