দক্ষিণ সুনামগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায়

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


জুন ১৫, ২০২১
০৮:৪৩ অপরাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২১
০৯:০২ অপরাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায়

সুনামগঞ্জ জেলার দক্ষিণ  সুনামগঞ্জ উপজেলার আক্তাপাড়া(মিনা বাজার) বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ জুন) বিকাল ২ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মো. আনোয়ার উজ জামানের নেতৃত্বে,দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ও ঔষধ প্রশাসনের আয়োজনে উপজেলার আক্তাপাড়া(মিনা বাজার) বাজারে শশাঙ্ক ফার্মেসী ও শাহ জালাল ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় ফার্মেসীতে মেয়াদোর্ত্তীণ ঔষধ বিপননের দায়ে ওই দুই ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ উপ পুলিশ পরিদর্শক ইয়াছিন মিয়া, ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. সিরাজ উদ্দিন সহ প্রমুখ। 

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়মিত তদারকীর অংশ হিসাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আগামী দিনেও অব্যাহত থাকবে। 

এস টি /বি এন-০৮