সাংবাদিককে হুমকির পর অনুগতদের দিয়ে মানববন্ধন

সুনামগঞ্জ ও ছাতক প্রতিনিধি


জুন ১৫, ২০২১
১১:১৬ অপরাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২১
১১:১৬ অপরাহ্ন



সাংবাদিককে হুমকির পর অনুগতদের দিয়ে মানববন্ধন

সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক হাসপাতালের আবাসিক চিকিৎসকের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি প্রদানের পর এবার অনুগতদের দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন করিয়েছেন বিতর্কিত চিকিৎসক ডা. মোজাহারুল ইসলাম।

মঙ্গলবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টায় ছাতক বাজারে এ কর্মসূচি পালিত হয়। তবে বিতর্কিত এই কর্মসূচি পালনের আগে স্থানীয় সচেতন সমাজ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এসব অপকার্যক্রম থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিলেন।

জানা গেছে, গত ৭ জুন জাতীয় দৈনিক সংবাদের ছাতক উপজেলার প্রতিনিধি তমাল পোদ্দারের সংবাদের জের ধরে নিজের ফেসবুক আইডি থেকে তমাল পোদ্দারকে হুমকি-ধমকি দেন মোজাহারুল ইসলাম। এ ঘটনায় ৭ জুন ওই চিকিৎসকের বিরুদ্ধে ছাতক থানায় সাধারণ ডায়েরি করেন তমাল। এর আগে তার দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করায় ফজলুল হক নোমান নামের আরেক সাংবাদিককেও হুমকি-ধমকি দিয়েছিলেন তিনি। ওই ঘটনায়ও থানায় জিডি করেছিলেন ওই সাংবাদিক। এছাড়া বিভিন্ন সময়ে ছাতক উপজেলার সাংবাদিকসহ সাংবাদিক সমাজকে নিয়ে কটুক্তি করে ফেসবুকে নিজের আইডিতেই লেখালেখি করেছেন তিনি। গত এক দশক ধরে হাসপাতালের দায়িত্বে নিয়োজিত থাকা একক প্রভাবশালী এই চিকিৎসকের নানা অনিয়মে জড়িত থাকার সংবাদ প্রকাশ করে সাংবাদিকরা হুমকি-ধমকির শিকার হচ্ছেন।

হুমকির পর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জাউয়া বাজারে চিকিৎসকের সুবিধাভোগী একটি মহল সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন করে। তারা চিকিৎসক মোজাহারুল ইসলামের গুণগান করেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মানুষজন। তারা এমন বিতর্কিত কর্মসূচির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ডা. মোজাহারুল ইসলাম তার লোকদের দিয়ে মানববন্ধন করিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার করলেন।


এসএস/আরআর-০৩