দোয়ারাবাজারে সরকারি ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রস্তুতি

দোয়ারাবাজার প্রতিনিধি


জুন ১৬, ২০২১
০৭:১০ অপরাহ্ন


আপডেট : জুন ১৬, ২০২১
০৭:২৯ অপরাহ্ন



দোয়ারাবাজারে সরকারি ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রস্তুতি

দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকার সরকারি ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন।

সম্প্রতি উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর বাজারস্থ নাছিমপুর মৌজার মরচেলা নদীর তীর দখল করে টিনসেড মার্কেট উচ্ছেদের জন্য স্থানীয়দের পক্ষে জেলা প্রশাসকের নিকট আবেদন করা হয়।

পরবর্তীতে সরজমিন তদন্ত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত সরকারি ভূমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রস্তুতি নিয়েছেন।

অন্যদিকে একইভাবে সরকারি ভূমি দখল করে উপজেলার দোহালিয়া ইউনিয়নের বঙ্গবন্ধুবাজারে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, সরকারি জায়গা থেকে অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদের প্রস্তুতি নিয়েছি। দ্রুত উচ্ছেদ অভিযান শুরু হবে। 

এইচ এইচ/বি এন-০৬