দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
জুন ১৬, ২০২১
১১:০০ অপরাহ্ন
আপডেট : জুন ১৬, ২০২১
১১:১৩ অপরাহ্ন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব শতবর্ষ’ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য স্বপ্নের নীড় উপহার দেওয়ার বিষয়ে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুন) বিকেল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজেন এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান। সংবাদ সম্মেলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ভূইয়া স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে আশ্রয়ন প্রকল্প থেকে ২৬১টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি ও ঘর বন্দোবস্ত প্রদানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
মো. আনোয়ার উজ জামান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য পাকা বসতঘর নির্মাণ করা হয়েছে। আগামী ২০ জুন সকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সারা দেশে ২য় পর্যায়ে নির্মিত এসব পাকা ঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন এবং হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ঘরের মালিকদের কাছে ঘরের চাবি, দলিল, পরচা ও সনদ তুলে দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, সহ-সভাপতি এম এ কাসেম, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সদস্য আলাল হোসেন, সামিউল কবির, ছায়াদ হোসেন সবুজ, তোরান আহমদ প্রমুখ।
এসটি/আরআর-০১