নবীগঞ্জ প্রতিনিধি
জুন ১৬, ২০২১
০৩:৫৭ অপরাহ্ন
আপডেট : জুন ১৬, ২০২১
০৩:৫৭ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় শাকুয়া গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী আব্দুল মাহিদ (৫৫) করোনা আক্রান্ত হয়ে সিলেটে মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (১৬ জুন) দুপুরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সুত্র জানায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বড় শাকুয়া গ্রামের আব্দুল মাহিদ দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ায় প্রবাসী হিসেবে বসবাস করে আসছিলেন। গেল রমজান মাসে তিনি দেশে আসেন। গত কয়েক দিন আগে তিনি নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ ভাড়া বাসায় অসুস্থ হয়ে পড়েন। তার শ্বাস কষ্ট বেড়ে গেলে সিলেট সামছুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনার নমুনা পরীক্ষা করলে পজিটিভ রির্পোট আসে। ৩/৪ দিন আগে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের ছোট ভাই আব্দুল আহাদ।
এএম/বিএ-১০