ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি


জুন ১৭, ২০২১
০৪:২৪ অপরাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২১
০৪:২৪ অপরাহ্ন



ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বরই গ্রামে ডোবার পানিতে ডুবে জান্নাত আরা নামের চৌদ্দ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের কৃষক সোহেল মিয়ার মেয়ে।

জয়শ্রী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে ওই শিশুটি নিজ বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে সে বাড়ির সামনের ডোবার পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। ওইদিন বেলা একটার দিকে খোঁজাখুজি করে ডোবা থেকে ওই শিশুটিকে উদ্ধার করেন তার স্বজনেরা। বেলা আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন।

এসএ/বিএ-০৪