গৃহহীনদের ঘর প্রদান নিয়ে নবীগঞ্জে প্রেস কনফারেন্স

নবীগঞ্জ প্রতিনিধি


জুন ১৭, ২০২১
০৮:৩১ অপরাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২১
০৮:৩১ অপরাহ্ন



গৃহহীনদের ঘর প্রদান নিয়ে নবীগঞ্জে প্রেস কনফারেন্স

মুজিববর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ‘ক’ তালিকার ভূমিহীন ও গৃহহীনদের ২য় পর্যায়ে গৃহ প্রদান ও শুভ উদ্বোধন উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জে প্রেস কনফারেন্স করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন তার বক্তব্যে বলেন, ১ম পর্যায়ে ১১০টি ও ২য় পর্যায়ে ৬০টি ঘরের বরাদ্দ আসে। এর মধ্যে ১ম পর্যায়ের ১১০টি ঘরের মাঝে ৬৬টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। ৪৪টি ঘরের কাজ চলমান রয়েছে। এছাড়া ২য় পর্যায়ের ৬০টি ঘরের মধ্যে ৪০টি ঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে। অপর ২০টি ঘরের বরাদ্দ এসেছে গত ১৩ জুন।

শেখ মহিউদ্দিন আরেও বলেন, আমাদের উপজেলায় অত্যন্ত ভালোভাবে একাধিকবার যাচাই-বাছাই করে সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন করা হয়েছে। যেসব নামে অসঙ্গতি ও অভিযোগ ছিল, সেগুলো আমরা সংশোধন করেছি। ঘরগুলোর গুণগত মানও অনেক ভালো।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আজিজুল হক, নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাদু মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীব) শাকিল আহমেদ, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফয়সল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফৌরদৌসী, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাহিদা আক্তার প্রমুখ।


এএম/আরআর-১০