তাহিরপুর প্রতিনিধি
জুন ১৮, ২০২১
১১:০৮ অপরাহ্ন
আপডেট : জুন ১৮, ২০২১
১১:০৮ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বারকি নৌকা ডুবে মো. হাসিনুর মিয়া (২৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের টেকেরগাঁও গ্রামের আক্কাছ আলীর ছেলে।
শুক্রবার (১৮ জুন) দুপুরে ঘাগটিয়া এলাকা সংলগ্ন যাদুকাটা নদীতে বারকি নৌকা দিয়ে লাকড়ি ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বেলা ৩টার দিকে ৭-৮ বছরের দুই শিশুকে সঙ্গে নিয়ে যাদুকাটা নদীতে বারকি নৌকা নিয়ে লাকড়ি আনতে যান হাসিনুর মিয়া। লাকড়ি নিয়ে ফেরার পথে আকস্মিকভাবে নৌকা ডুবে তলিয়ে যান তিনি। পরে নৌকায় থাকা অপর দুই শিশুকে মাঝ নদীতে ডুবতে দেখে পর্যটকবাহী একটি নৌকা এসে তাদের উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মনির উদ্দিন বলেন, যাদুকাটা নদীতে লাকড়ি আনতে গিয়ে যুবক নিখোঁজ হওয়ার বিষয়টি নদীর পাড় থেকে লোকজন আমাকে জানিয়েছেন।
এএইচ/আরআর-০২