তাহিরপুর প্রতিনিধি
জুন ১৯, ২০২১
০১:৩৬ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৯, ২০২১
০১:৩৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
শুক্রবার (১৮ জুন) দুপুরে তিনি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মানিগাঁও গ্রামে দ্বিতীয় ধাপে নির্মিত ঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, তাহিরপুরে মেঘালয়ের পাদদেশে যাদুকাটা নদীর তীরবর্তী স্থানে দ্বিতীয় ধাপে উদ্বোধনের উপেক্ষায় থাকা ৭৬টি ঘরের চূড়ান্ত নির্মাণ কাজ দেখতে এসেছি।
তিনি আরও বলেন, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার এসব ঘরগুলোর নির্মাণকাজ মান বজায় রেখে সন্তোষজনকভাবে শেষ হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসিম উদ্দিন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির, থানার ওসি আব্দুল লতিফ তরফদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁন, সহ-সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জুনাব আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আবুল বাশার, আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান চৌধুরী প্রমুখ।
এএইচ/আরআর-০৯