তাহিরপুর প্রতিনিধি
জুন ১৯, ২০২১
০৫:৫৩ অপরাহ্ন
আপডেট : জুন ১৯, ২০২১
০৫:৫৩ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে লাকড়ি সংগ্রহে করতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার(১৯ জুন) দুপুর সাড়ে বারোটার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘাগটিয়া এলাকা সংলগ্ন যাদুকাটা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার দুপুরে ঘাগটিয়া এলাকা সংলগ্ন যাদুকাটা নদীতে বারকি নৌকা দিয়ে লাকড়ি(জ্বালানি) সংগ্রহ করতে গেলে নদীতে ডুবে নিখোঁজ হয় সে এবং নৌকায় থাকা বাকি দুই শিশুকে ডুবতে দেখে পর্যটকবাহী একটি নৌকা এসে তাদের উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মনির উদ্দিন বলেন, যাদুকাটা নদীতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের লাশ প্রায় ২০ ঘন্টা পর ডুবুরিরা উদ্ধার করেছেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার জানান, গতকাল যাদুকাটা নদীতে নৌকা ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনও অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।
এ এইচ/বি এন-০৩