সুনামগঞ্জ প্রতিনিধি
জুন ১৯, ২০২১
১১:২০ অপরাহ্ন
আপডেট : জুন ১৯, ২০২১
১১:২০ অপরাহ্ন
স্যানক্রেড ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গণতান্ত্রিক সুশাসনের জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ শীর্ষক প্রকল্পের এসডিজি অর্জনে সুনামগঞ্জে স্থানীয় পর্যায়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুন) সকাল ১০টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এমডিজি (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস) ছিল বিশ্বনেতাদের প্রণীত সার্বজনীন উন্নয়ন পরিকল্পনা। এমডিজির মাধ্যমে বিশ্বের রাষ্ট্র প্রধানগণ উন্নয়নের ৮টি বিষয়ে একমত হয়ে স্ব স্ব দেশের উন্নয়নের চেষ্টা করেছেন বিগত ১৫ বছর। কিছু লক্ষ্য পূরণ হয়েছে, অধিকাংশ হয়নি। এখন এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস) বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ চলছে।
সংবাদ সম্মেলনে হাওর-জলাশয়ে ইজারাদারের দৌরাত্ম্য বন্ধ, মাছের পোনা নিধন রোধ, মাছের উৎপাদন বৃদ্ধি, হাওরপাড়ের বাসিন্দাদের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, ঋণ গ্রহণে কৃষকের হয়রানি বন্ধ বিষয়ে আলোচনা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এসডিজি বাস্তবায়ন জেলা নেটওয়ার্ক কমিটির সহ-সভাপতি অজুদা বেগম, সাধারণ সম্পাদক নিগার সুলতানা কেয়া, সদস্য ফৌজি আরা বেগম শাম্মী, নির্মল ভট্টাচার্য্য, অ্যাডভোকেট কামাল হোসেন ও রমেন্দ্র কুমার মিন্টু।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন এসডিজি বাস্তবায়ন জেলা নেটওয়ার্ক কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্যানক্রেডের সমন্বয়কারী কল্যাণ রেমা। সহযোগিতায় ছিলেন অরবিন্দু দাস।
সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন।
এএম/আরআর-০৭