জগন্নাথপুর প্রতিনিধি
জুন ২০, ২০২১
০১:০০ পূর্বাহ্ন
আপডেট : জুন ২০, ২০২১
০১:০১ পূর্বাহ্ন
রাহাত আলম
সুনামগঞ্জের জগন্নাথপুরে ছাদ থেকে পড়ে আহত হওয়া রাহাত আলম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কামাল মিয়া ছেলে। রাহাত এ বছর এরালিয়া বাজার উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
রাহাতের চাচা আনহার মিয়া বলেন, শুক্রবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে নিজ বাড়ির ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে মাথায় আঘাত পায় রাহাত। তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে সিলেটে রেফার করেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিলেটের ইবনে সিনা হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হলে আজ শনিবার (১৯ জুন) ভোর ৪টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে বিকেল ৪টার দিকে রাহাতকে মৃত ঘোষণা করেন ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে কর্মরত চিকিৎসক।
এসএসসি পরীক্ষার্থী রাহাত আলমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এএ/আরআর-১৩