ছাতকের তিন ইউপিতে নির্বাচন কাল

সিলেট মিরর ডেস্ক


জুন ২০, ২০২১
০৬:৪৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ২০, ২০২১
০৬:৪৪ পূর্বাহ্ন



ছাতকের তিন ইউপিতে নির্বাচন কাল

সুনামগঞ্জের ছাতক উপজেলার তিন ইউনিয়নসহ সারাদেশের ২০৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল সোমবার (২১ জুন) উপজেলার ভাতগাঁও, নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়ন পরিষদে নির্বাচন শুরু হবে।

এর মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এসব ইউপির মধ্যে ২৬টিতে সরকারি দলের একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে বিচ্ছিন্ন কিছু সহিংসতারও খবর মিলেছে এবং আরো সহিংসতার আশঙ্কা রয়েছে।

প্রথম ধাপে মোট ২৭১টি ইউপিতে নির্বাচন হওয়ার কথা ছিল গত ১১ এপ্রিল। কিন্তু করোনা পরিস্থিতির অবনতির কারণে গত ১ এপ্রিল নির্বাচন স্থগিত করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি স্থানীয় পর্যায়ের এই নির্বাচনে প্রার্থী না দিলেও কিছু ইউপিতে দলটির স্থানীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীরাও রয়েছেন লড়াইয়ের মাঠে।

আরসি-০৩