রাজনগরে মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান

রাজনগর প্রতিনিধি


জুন ২০, ২০২১
০৩:০৮ অপরাহ্ন


আপডেট : জুন ২০, ২০২১
০৩:১৬ অপরাহ্ন



রাজনগরে মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় এর শুভ উদ্ভোধন করা হয়েছে।

রবিবার (২০জুন) সকাল ৯টায় গণভবন থেকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌলভীবাজারের রাজনগরে আশ্রয়ণ প্রকল্পের ঘর আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন করা হয়। 

২য় পর্যায়ে সারাদেশে মোট ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়। রাজনগরের ৫০টি গৃহ নির্মাণের কথা থাকলেও ৪২ টির কাজ সম্পন্ন হয়েছে৷

বাকি ৮ টি ঘরের মাটি ঠিকমতো না বসায় এগুলো পরবর্তীতে হস্তান্তর করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পালের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমেদ।

অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি) উর্মি রায়, রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া, নকুল চন্দ্র দাস, নজমুল হক সেলিম, শাহ সাহিদুজ্জামান ছালিক প্রমূখ।

এস এফ/বি এন-০৪