জামালগঞ্জে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেল ৫৫ পরিবার

জামালগঞ্জ প্রতিনিধি


জুন ২০, ২০২১
০৯:২৫ অপরাহ্ন


আপডেট : জুন ২০, ২০২১
০৯:২৫ অপরাহ্ন



জামালগঞ্জে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেল ৫৫ পরিবার

জামালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ঘরসহ জায়গা পেল আরও ৫৫টি অসহায় গৃহ ও ভূমিহীন পরিবার।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় যাদের জমি নেই, ঘর নেই তাদের পুনর্বাসনের জন্য সরকারি খাস জমিতে এসব ঘর নির্মাণ করা হয়েছে।

রবিবার (২০ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ৫৫টি পরিবারের কাছে কবুলতনামাসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়। এর আগে প্রধানমন্ত্রীর ঘর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামালগঞ্জ মসজিদের ইমাম মাওলানা নূর উদ্দিনের কুরআন তেলাওয়াত ও নৃত্যশিল্পী অস্মিতা রায়ের গীতা পাঠে সূচিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।

শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. রেদুয়ানুল হালিম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, সমবায় কর্মকর্তা আবু তাহের তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহা, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র চন্দ্র পাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফর আলী, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, সাচনা বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জহিরুল হক তালুকদার প্রমুখ। উপকারভোগীদের মধ্যে ফেনারবাঁক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের দেবল তালুকদার ও চায়না সরকার ঘর পাওয়ার অনুভূতি ব্যক্ত করেন।

বি আর/বি এন-১২