জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জামালগঞ্জ প্রতিনিধি


জুন ২০, ২০২১
০৯:৩০ অপরাহ্ন


আপডেট : জুন ২০, ২০২১
০৯:৩০ অপরাহ্ন



জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুনামগঞ্জের জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা বিল্লাল মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।  রবিবার (২০ জুন) বেলা ২টায় জামালগঞ্জ উত্তর ইউনিয়নের তার নিজ গ্রাম কালীপুর মসজিদের সামনে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

তিনি শনিবার রাতে শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ২ স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আব্দুর রাজ্জাক তালুকদার, সাবেক কমান্ডার মো. সফর আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, মো. আলতাব আলী, নিতাই চন্দ্র বনিক, আব্দুর রশিদ ও জামালগঞ্জ থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক লিটন রায়সহ তার সঙ্গীয় ফোর্স।

তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, সাবেক ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, সাবেক দপ্তর সম্পাদক মো. রইছ উদ্দিন ও জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী।

বি আর/বি এন-১৩