ধর্মপাশা প্রতিনিধি
জুন ২০, ২০২১
১১:৪১ অপরাহ্ন
আপডেট : জুন ২০, ২০২১
১১:৪১ অপরাহ্ন
অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি স্থাপন প্রকল্পের আওতায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার (২০ জুন) সকাল ১০টার দিকে বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বিষয়ক দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে স্থানীয় ১৫টি পরিবারের ৩০ জন কিষান-কিষানি অংশ নেয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.ফরিদুল হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
এসএ/আরআর-০৭