সুনামগঞ্জ প্রতিনিধি
জুন ২১, ২০২১
১২:০১ পূর্বাহ্ন
আপডেট : জুন ২১, ২০২১
১২:০১ পূর্বাহ্ন
বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি নারীমুক্তি, মানবমুক্তি এবং গণতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব শতাব্দির সাহসীকা জননী কবি সুফিয়া কামালের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা।
রবিবার (২০ জুন) বেলা ১১টায় জেলা মহিলা পরিষদের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে কবি সুফিয়া কামালের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কবি সুফিয়া কামাল একজন দায়িত্বশীল নেতা, সাহসী ব্যক্তিত্ব এবং একই সঙ্গে তিনি একজন মমতাময়ী নারী ছিলেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদ নামের যে স্বেচ্ছাসেবী গণনারী সংগঠন প্রতিষ্ঠা করে গেছেন, এর মাধ্যমে আমরা কাজ করার প্রেরণা পাচ্ছি। প্রতি মুহূর্তে আমরা তাঁর চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে পারি এবং তাঁর যে আরাধ্য কাজ সেগুলো সম্পন্ন করতে পারি। বাংলাদেশের নারীসমাজকে সমাজ চেতনায় উদ্বুদ্ধ করে প্রতিটি সংগ্রামে-আন্দোলনে সমমর্যাদা লাভ করতে পারি। আজ সাহসীকা জননীর জন্মবার্ষিকীতে এটাই হোক আমাদের শপথ।
সভায় বক্তব্য দেন, জেলা সংগঠনের সাবেক সভাপতি শীলা রায়, সভাপতি গৌরী ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী সম্পা, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, লিগ্যাল অ্যাইড সম্পাদক রাশিদা বেগম, ভারপ্রাপ্ত প্রশিক্ষণ সম্পাদক সবিতা বীর এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মীনা।
এএম/আরআর-০৯