তাহিরপুর প্রতিনিধি
জুন ২১, ২০২১
১০:৩১ অপরাহ্ন
আপডেট : জুন ২১, ২০২১
১০:৩১ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর বালুমহালে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২১ জুন) দুপুরে যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।
এ সময় যাদুকাটা নদীর বালু মহালের নির্ধারিত সীমানা অতিক্রম করে বালু উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে (২০১০) দুটি নৌকাকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ আগে সম্প্রতি সুনাগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসিম উদ্দিন ও তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির সরেজমিনে গিয়ে যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনের সীমানা নির্ধারণ করে তা ইজারাদারদের বুঝিয়ে দিয়েছিলেন।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে যাদুকাটা নদীতে বালু উত্তোলনের নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে দেওয়া আছে। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসকের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এএইচ/আরআর-০১