দক্ষিণ সুনামগঞ্জে অর্থ ও ঢেউটিন পেলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


জুন ২১, ২০২১
১১:২৮ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২১
১১:২৮ অপরাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে অর্থ ও ঢেউটিন পেলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

রবিবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজেন এবং ত্রান ও দুযোর্গ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা পূর্বহাটি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে পরিবারপ্রতি নগদ ৯ হাজার টাকা ও ৩ বান করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ভূঁইয়া, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বকুল মিয়া, সাজিদুর রহমান, আফজাল মিয়া প্রমুখ। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৭ জুন) রাত ১০টায় উপজেলার টাইলা পূর্বহাটিতে বকুল মিয়ার বসতঘরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে ঘটা অগ্নিকাণ্ডে আশপাশের ৯টি পরিবারের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।


এসটি/আরআর-০৩