জগন্নাথপুর প্রতিনিধি
জুন ২২, ২০২১
১২:৫৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ২২, ২০২১
১২:৫৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে ন্যায্যমূল্যে টিসিবি'র (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য কিনতে ক্রেতাদের ভিড় বাড়ছে। সোমবার (২১ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে টিসিবি'র পণ্য বিক্রিকালে টিসিবি'র ট্রাকসেলের সামনে ক্রেতাদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। বাড়তি পণ্যমূল্যের বাজারে কম দামে টিসিবি'র পণ্য কিনতে পেরে খুশি অধিকাংশ মানুষ। তবে চাহিদার তুলনায় পণ্য অপ্রতুল থাকায় অনেককেই খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে।
কবির রায় নামের এক ক্রেতা বলেন, বাজারে নিত্যপণ্যের দাম অনেক বেশি। এখানে কিছুটা কম দামে কেনা যাচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে পেরে এখন ভালো লাগছে।
আরেক ক্রেতা নিকেশ বৈদ্য বলেন, দুপুর ১২টার দিকে এসে দেখতে পাই ন্যায্যমূল্যের মালামাল বিক্রি শেষ হয়ে গেছে। এখন খালি হাতেই ফিরে যাচ্ছি।
জানা গেছে, সারা দেশের ন্যায় গত ১৬ জুন থেকে জগন্নাথপুর উপজেলায় টিসিবি'র পণ্য বিক্রি শুরু হয়। এর মধ্যেই জগন্নাথপুর উপজেলা সদর, মিরপুর ও রানীগঞ্জ বাজারে সরকারি সংস্থা টিসিবি'র পণ্য ক্রয়ে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।
টিসিবির ডিলার ধনেশ রায় জানান, সোমবার উপজেলা সদরে তিন শতাধিক মানুষের নিকট টিসিবি'র মালামাল বিক্রয় করা হয়েছে। জনপ্রতি এক কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুরের ডাল ৫৫ টাকা, চার লিটার সয়াবিন তেল ৪০০ টাকা দরে একটি প্যাকেটে বিক্রয় করা হয়েছে।
তিনি জানান, এবার প্রথম ধাপে টিসিবি'র মালামাল বরাদ্দ পাওয়া গেছে ১ হাজার লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি মসুরের ডাল ও ৪০০ কেজি চিনি। আজ কিছু তেল ছাড়া অন্য সব পণ্য বিক্রি হয়ে গেছে।
এএ/আরআর-০৯