অলিম্পিক গ্যালারিতে থাকছে স্থানীয়রা, নিষিদ্ধ বিদেশিরা

খেলা ডেস্ক


জুন ২১, ২০২১
০৯:০২ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২১
০৯:০২ অপরাহ্ন



অলিম্পিক গ্যালারিতে থাকছে স্থানীয়রা, নিষিদ্ধ বিদেশিরা
টোকিও অলিম্পিকের পর্দা উঠবে ২৩ জুলাই, শেষ ৮ আগস্ট


করোনা আবহে আয়োজিত টোকিও অলিম্পিক গ্যালারিতে থাকছেন শুধু স্থানীয়রা। তাদের অলিম্পিক দেখার অনুমতি দিলেও নিষিদ্ধ বিদেশিরা। প্রত্যেক ভেন্যুতে সর্বোচ্চ ১০ হাজার দর্শক প্রবেশ করতে পারবেন।

বিশেষজ্ঞ চিকিৎকদের পরামর্শ ছিল দর্শকশূন্য ভেন্যুতে আয়োজনের। তবুও সোমবার (২১ জুন) ১০ হাজার স্থানীয় দর্শকদের প্রবেশের অনুমিতি দিয়েছেন আয়োজক কমিটি। 

টোকিও অলিম্পিকের পর্দা উঠবে আগামী ২৩ জুলাই, শেষ হবে ৮ আগস্ট। আয়োজকরা এক বিবৃতিতে জানান, প্রতি ভেন্যুতে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেবেন তারা। পাশাপাশি দর্শকদের নেগেটিভ সার্টিফিকেট এবং ভ্যাকসিনও লাগবে।

দুনিয়ার তাবড় তাবড় অ্যাথলেটরা অংশ নেবেন টোকিও গেমসে। কোভিডের মধ্যে অলিম্পিক আয়োজন নিয়ে অনেক কথা উঠলেও শেষ পর্যন্ত গেমস নির্ধারিত সময়েই শুরু হওয়ার কথা জানালেন সংগঠকরা। করোনার জন্য এমনিতেই একবছর পিছিয়ে দিতে হয়েছে টোকিও অলিম্পিক। এ বছরও না হলে আরও বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আয়োজকদের।

এএন/০৬