সিলেট মিরর ডেস্ক
জুন ২১, ২০২১
০৪:২২ অপরাহ্ন
আপডেট : জুন ২১, ২০২১
০৪:২২ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে সাতাইহাল ৬ মৌজা কর্তৃক অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের উদ্যোগে এগুলো বিতরণ করা হয়।
সোমবার (২১ জুন) নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারের মাঝে ৩ হাজার টাকা করে নগদ অর্থ ও এক বান করে টিন বিতরণ করা হয়।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাদু মিয়া, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলালসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।