দক্ষিণ সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


জুন ২২, ২০২১
০৪:৫৫ অপরাহ্ন


আপডেট : জুন ২২, ২০২১
০৪:৫৫ অপরাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

সুনামগঞ্জের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে যাত্রীবাহি বাস খাদে পড়ে  নিহত হয়েছেন একজন নিহত ও নারী পুরুষ সহ আরো ১০ বাসযাত্রী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ৯ টায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা ব্রিজ সংলগ্ন এলাকায় মুক্তিযোদ্ধা ভাস্কার্যের পূর্বপার্শ্বে। 

তাৎক্ষণিক বাস চাঁপায় আহত যাত্রীদেরকে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা উদ্ধার করেন। 

এর মধ্যে গুরুতর আহত অবস্থায় এক যাত্রীকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। 

তাৎক্ষণিক আহত ও নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জয়কলস গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মোছা. রুকিয়া বেগম বলেন, মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলের পাশেই একটি দোকানে ছিলাম। এসময় সিলেট থেকে সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস জয়কলস গ্রামের উত্তর পার্শ্বে মুক্তিযোদ্ধা ভাষ্কার্যের সামনে পৌঁছলে বাসকে পিছন দিক থেকে একটি দ্রæতগতির প্রাইভেট কার ওভারটেক করতে গিয়ে সামনে দুইটি সিএনজি গাড়ী দেখতে পেয়ে বাসকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীসহ রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে এক যাত্রী লাফ দিয়ে বাস থেকে বের হওয়ার সময় বাস চাপায় গুরুতর আহত হন।

খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং আহত যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। এরপর তাকে ফায়াস সার্ভিসের জীপে করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিক গাড়ী চালক ও হেলপার পালিয়ে যায়।

জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক হতাহতের নাম ঠিকানা জানা যায়নি এবং যেহেতু ঘটনাস্থলটি হাইওয়ে থানা পুলিশের অধীনে এব্যাপারে হাঁইওয়ে পুলিশের মাধ্যমে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এস টি/বি এন-০১