শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুন ২২, ২০২১
০৬:৪১ পূর্বাহ্ন
আপডেট : জুন ২২, ২০২১
০৬:৪১ পূর্বাহ্ন
ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে ম্যাক্সী ও ইমা গাড়ির সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার নছরতপুর গেইট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মহাসড়কে মাধবপুরগামী ম্যাক্সী ও শায়েস্তাগঞ্জগামী ইমা গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ম্যাক্সীর মধ্যে থাকা ৫ জন যাত্রী আহত হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এস ডি/বি এন-০৪