ধর্মপাশায় গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা

ধর্মপাশা প্রতিনিধি


জুন ২২, ২০২১
১০:৪৩ অপরাহ্ন


আপডেট : জুন ২২, ২০২১
১০:৪৩ অপরাহ্ন



ধর্মপাশায় গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা পর্যায়ে গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ব্যবস্থাপনায় সোমবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার ৬০ জন এ কর্মশালায় সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান এতে সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মো. জাবের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাভেদ আহমেদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, দৈনিক প্রথম আলোর ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ।


এসএ/আরআর-০৪