শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুন ২৩, ২০২১
০৭:১৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২১
০৭:১৪ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি করার অপরাধে এক মৎস্য ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ জুন) দুপুরে উপজেলার দাউদনগর বাজারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম।
এ সময় জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অপরাধে মামুন মিয়া নামের এক মৎস্য ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা ও শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশের একটি দল।
এস ডি/বি এন-০৫