জামালগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশু নিখোঁজ

জামালগঞ্জ প্রতিনিধি


জুন ২৩, ২০২১
১১:২১ অপরাহ্ন


আপডেট : জুন ২৩, ২০২১
১১:২১ অপরাহ্ন



জামালগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশু নিখোঁজ

সুনামগঞ্জের জামালগঞ্জে মো. মুক্তার হোসেন নামের ৯ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশু হারিয়ে গেছে। সে জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত ওলীনূর ও আফারুন নেছার ছেলে।

সহৃদয়বান কেউ এই শিশুটির সন্ধান পেয়ে থাকলে ০১৭৪০২৮২৮৯৬ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার মা আফারুন নেছা।

জানা যায়, মুক্তার হোসেন গত সোমবার (২১ জুন) সকাল ৮টায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। সে পার্শ্ববর্তী বাজারহাটে ভিক্ষা করত। দিন শেষে প্রতিদিন সে বাড়ি ফিরলেও ওইদিন বাড়ি না ফেরায় মা আফারুন নেছা ছেলের সন্ধানে নানা স্থানে ছোটাছুটি করেও তার সন্ধান পাননি। ছেলের সন্ধানে পাগলপ্রায় মা এখনও এখানে-সেখানে ছুটে বেড়াচ্ছেন।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ছেলেটা বোবা, কথা বলতে পারে না। গত সোমবার থেকে তাকে পাওয়া যাচ্ছে না। ওইদিন আমার কাছে সে ৫টা টাকা চেয়েছিল, আমি দিয়েছি। ৪-৫ মাস আগে তার বাবা মারা গেছেন। মুক্তারই আমার শেষ সম্বল। আপনারা কেউ তার সন্ধান পেলে দয়া করে আমার মোবাইলে জানাবেন। এই অনুরোধটুকু রইল। 


বিআর/আরআর-০৮