সুনামগঞ্জ প্রতিনিধি
জুন ২৩, ২০২১
১১:৩২ অপরাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২১
১১:৩২ অপরাহ্ন
সুনামগঞ্জে উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা সমাধানে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুন) বেলা ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ সদর উপজেলা শাখা।
মতবিনিময় সভায় বক্তব্য দেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার আব্দুল আওয়াল, ইসলামী ফাউন্ডেশন সুনামগঞ্জ সদর উপজেলার মডেল কেয়ারটেকার মুজিবুর রহমান, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম মাওলানা বদরুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে নাশকতা ও জঙ্গিবাদের স্থান নেই। সবার কাছে ইসলামের শান্তির বাণী পৌঁছে দিতে হবে। এ জন্য প্রতি শুক্রবারে খুতবায় ইমামরা জঙ্গিবাদবিরোধী ও সামাজিক সমস্যার সমাধান নিয়ে ওয়াজ করতে হবে।
মতবিনিময় সভায় সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।
এএম/আরআর-০৯