দোয়ারাবাজারে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দোয়ারাবাজার প্রতিনিধি


জুন ২৩, ২০২১
১১:৫৫ অপরাহ্ন


আপডেট : জুন ২৩, ২০২১
১১:৫৫ অপরাহ্ন



দোয়ারাবাজারে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যে ৭২ বছর পূর্তিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুন) সকাল ১১টায় স্থানীয় মা-মনি কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীকের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, যুগ্ম-আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আমীরুল হক, দোহালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, বোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, মুক্তিযোদ্ধা ফতেফুল ইসলাম, নুরুল ইসলাম, বরুন চন্দ্র দাস, আহ্বায়ক কমিটির সদস্য আবদুল হামিদ, এস এম হাসমত উল্লাহ, নুরুল আমিন, আলী আকবর, সোনা মিয়া, মতকিন আলী, বরুন চন্দ্র দাস, মানিক মিয়া, নুরুল আমিন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ঝর্ণা রানী দাস, তাহের আহমদ, আবদুল হাই বিলাত, মইনুল ইসলাম, মিজানুর রহমান, সোনা ধন দে, স্বেচ্ছাসেবক লীগ নেতা ছালিক মিয়া, কামরুজ্জামান ভুইয়া রুবেল, মুশাররফ হোসেন, কৃষকলীগের সভাপতি ইউপি সদস্য তাজির উদ্দিন, যুবলীগ নেতা শাহ জালাল, মো. আইনুদ্দিন, আজির উদ্দিন, ছাত্রলীগ নেতা রতন লাল দাস, ছাদিকুর রহমান, বাপ্পা রায় প্রমুখ।


এইচএইচ/আরআর-১১