ধর্মপাশায় চোলাই মদসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধর্মপাশা প্রতিনিধি


জুন ২৪, ২০২১
০৮:৩৫ অপরাহ্ন


আপডেট : জুন ২৪, ২০২১
০৮:৩৬ অপরাহ্ন



ধর্মপাশায় চোলাই মদসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদরের কংস সেতুর নীচে থাকা উত্তরপাশের সড়ক থেকে   বাদল হরিজন (৫০) ও বাসন্তী হরিজন (৪০) নামের দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪জুন) সকাল ছয়টার দিকে ৫৪ লিটার চোলাইমদসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ওই দুজন মাদকব্যবসায়ীর বাড়ি উপজেলার সদর  ইউনিয়নের ধর্মপাশা বাজারের গরুহাট্টা এলাকায়।

 ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খালেদ চৌধুরী বলেন, উপজেলার সদর ইউনিয়নের গরু হাট্টা এলাকার বাসিন্দা বাদল হরিজন (৫০) ও বাসন্তী হরিজন (৪০) ওই দুজন চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী। ওই দুজন মাদকব্যবসায়ীর বিরুদ্ধে ধর্মপাশা থানায় একাধিক মামলা রয়েছে।

আজ বৃহস্পতিবার  সকাল  পৌনে ছয়টার দিকে পাশ্ববর্তী নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ বাজার থেকে  ওই দুজন  মাদকব্যবসায়ী দুটি বস্তার মধ্যে পানীয় বোতলে করে চোলাই মদ নিয়ে ধর্মপাশা বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকাল ছয়টার দিকে উপজেলা সদরের কংস সেতুর উত্তরপাশের সড়ক থেকে ৫৪লিটার চোলাইমদসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওইদিনই ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে ওই দুজন মাদকব্যবসায়ীকে  সুনামগঞ্জ  জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এস এ/বি এন-০৯