জগন্নাথপুর প্রতিনিধি
জুন ২৫, ২০২১
০৮:১৯ অপরাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২১
০৮:১৯ অপরাহ্ন
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দপুর হারিকোনা গ্রামের বাসিন্দা সৈয়দ মনোয়ার আলী (৬৫) নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
সদাহাস্যেজ্জ্বল আওয়ামী লীগের নিবেদিত প্রাণ মনোয়ার আলীকে চোখের জলে গতকাল শেষ বিদায় জানান এলাকার জনসাধারণ।
শুক্রবার (২৫ জুন) বাদজুম্মা হয়রত শাহ শামসুদ্দিন (রহ.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসান, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি সৈয়দ লাল মিয়া, বর্তমান সভাপতি সালেহ আহমদ ছোট মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সহসভাপতি সাইফুল ইসলাম রিপন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, জগন্নাথপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল, সাধারণ সম্পাদক তাহা আহমদসহ জগন্নাথপুরের বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবন্দ এবং স্থানীয় পয়ার্য়ের আওয়ামী লীগ পরিবারের তৃর্নমূল নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরের শোকাহত জনসাধারণ।
এদিকে সৈয়দ মনোয়ার আলী বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ীতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। (ইন্নালিল্লাহি... রাজিউন)। মরহুমের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নিমে আসে।
সৈয়দ মনোয়ার আলী দীর্ঘদিন সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছিলেন।
তিনি রাজনীতির পাশাপাশি এলাকার শিক্ষা উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
তৃর্ণমূল আওয়ামী লীগের নিবেদিত প্রাণ সৈয়দ মনোয়ার আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, সৈয়দ আবুল কাশেম, যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আবুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা শ্রমিক লীগ আহ্বায়ক নুরুল হক, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন,উপজেলা ছাত্রলীগ সাবেক প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা ছাত্র লীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ এদিকে আওয়ামী লীগ নেতা সৈয়দ মনোয়ার আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ প্রমুখ
এ এ/বি এন-০৪