খাসিয়ামারা নদীতে সেতুর দাবিতে মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি


জুন ২৬, ২০২১
১২:৪৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৬, ২০২১
১২:৪৩ পূর্বাহ্ন



খাসিয়ামারা নদীতে সেতুর দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের দোয়ারাবাজারের খাসিয়ামারা নদীর গিরিশনগর-পশ্চিম টিলাগাঁও অংশে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৫ জুন) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের খাসিয়ামারা নদীর পশ্চিম তীরে টিলাগাঁও গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গিরিশনগর-পশ্চিম টিলাগাঁও অংশে সেতু না থাকায় আশপাশের অন্তত ২০টি গ্রামের মানু‌ষের পারাপারে ভোগান্তির শেষ নেই। শুকনো মৌসুমে বাঁশের সাঁকো ও বর্ষায় হাত নৌকায় ঝুঁকি নিয়ে পারাপারই একমাত্র ভরসা। নদীর পূর্ব তীরে টেংরাটিলা মাধ্যমিক বিদ্যালয়, সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজ, টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজবপুর নূরানী হাফিজিয়া মাদরাসা, টিলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। এখানে একটি সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন, রহম আলী, সবুজ মিয়া, আব্দুর রহিম, আব্দুল মন্নাফ, আবু সাঈদ, সিদ্দিক মিয়া, আব্দুল রশীদ, গিয়াস উদ্দিন, অহিদ মিয়া, আব্দুল মজিদ, নাজির হোসেন, ইউসুফ আলী প্রমুখ।


এইচএইচ/আরআর-০২