নবীগঞ্জ প্রতিনিধি
জুন ২৫, ২০২১
০৩:২৪ অপরাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২১
০৩:২৪ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছোটভাইয়ের ওপর অভিমান করে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ইয়াসমিন (১২) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ইয়াসমিন বাউসা ইউনিয়নের চাঁনপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজার দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়াসমিন তার ছোটভাইয়ের সাথে রাগারাগি করে বাড়ির পাশের জাম গাছের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আশপাশের লোকজন ইয়াসমিনকে গাছের সঙ্গে ঝুলে থাকতে দেখে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য নবীগঞ্জ থানার পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। আগামীকাল শনিবার (২৬ জুন) সকালে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হবে।
এএম/আরআর-১২