নবীগঞ্জ প্রতিনিধি
জুন ২৫, ২০২১
০৩:৫৭ অপরাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২১
০৬:৪১ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাটলী গ্রামে পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত এই কিশোরীর নাম দীপা রানী দাশ (১২)।
আজ শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় বাড়ির লোকজনের অগোচরে পুকুরে পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মৃত দেহ উদ্ধার করে ছুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
সুত্রে জানা যায়, পাটলী গ্রামের মহেন্দ্র দাশের কিশোরী মেয়ে মৃগী রোগী দীপা রানী দাশ শুক্রবার সন্ধ্যায় বাড়ির পুকুর ঘাটে হাত পা ধুতে গেলে হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরে পড়ে যায়। পুকুর ঘাট থেকে মেয়ে ফিরে আসতে দেরি দেখে বাড়ির লোকজন ঘাটে যায়। সেখানে মেয়েকে না পেয়ে খোজাঁখুজির এক পর্যায়ে পুকুর থেকে মেয়ের নিথর দেহ উত্তোলন করে।
পরে হাসপাতাল নিয়ে আসার পথে তার মৃত্যু ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ কিশোরীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আগামীকাল শনিবার সকালে কিশোরীর লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
তবে কিশোরীর পিতা ময়না তদন্ত ছাড়া মৃতদেহ দাহ করার জন্য হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত আবেদন করেছেন বলে জানিয়েছেন। বর্তমানে লাশ থানায় রয়েছে।
এএম/আরসি-১০