বিশ্বকাপ আরচ্যারি থেকে রোমান-দিয়াদের বিদায়

খেলা ডেস্ক


জুন ২৫, ২০২১
০৮:১৩ অপরাহ্ন


আপডেট : জুন ২৫, ২০২১
০৮:১৩ অপরাহ্ন



বিশ্বকাপ আরচ্যারি থেকে রোমান-দিয়াদের বিদায়


প্যারিস বিশ্বকাপে বাংলাদেশ আরচ্যারি দলের সফরটি তেমন সুখকর হলো না। ব্যক্তিগত মিশ্র ইভেন্টের পর দলগত ইভেন্টেও বিদায় নিল বাংলাদেশ। 

শুক্রবার বাংলাদেশ সময় দুপুরে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে আমেরিকার সঙ্গে ৫-১ সেটে এবং রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ ৬-২ সেটে মেক্সিকোর সঙ্গে হেরে প্রি কোয়ার্টার থেকে বিদায় নেয়। 

গত মাসে সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত বিশ্বকাপ আরচ্যারি স্টেজ-২ তে রিকার্ভ মিশ্র দলগতে রুপা জিতেছিলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। কিন্তু এবার প্যারিসে ব্যর্থ হয়েছেন তারা। টোকিও অলিম্পিকে সুযোগ পাওয়া দুই আরচ্যারই প্যারিসে এই ইভেন্টে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। 

এএন/০৫