দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

দোয়ারাবাজার প্রতিনিধি


জুন ২৭, ২০২১
০৫:০৬ অপরাহ্ন


আপডেট : জুন ২৭, ২০২১
০৫:০৬ অপরাহ্ন



দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে কালা মিয়া (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই বীরমুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

শনিবার (২৬ জুন) রাতে উপজেলার পান্ডারগাও  ইউনিয়নের ঊষাইরগাঁও  গ্রামে মেয়ের বাড়ীর রান্নাঘরের আড়াইয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে  তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  তাঁর বাড়ি একই ইউনিয়নের সাহেবের গাঁও গ্রামে। তিনি অনেকদিন যাবৎ স্ত্রী সন্তান নিয়ে মেয়ের বাড়িতেই বাস করে আসছিলেন। তিনি পান্ডারগাঁও ইউনিয়নের সাহেবের গাঁও গ্রামের মৃত আবদুল বারীর পুত্র। 

মেয়ে সালমা বেগম জানান, তার স্বামী তিনবছর আগে মারা যাওয়ার পর থেকে তাঁর বাবা তাদের বাড়িতেই থাকেন। রবিবার ভোরে রান্না ঘরে তার বাবার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে

আরসি-১০