তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

তাহিরপুর প্রতিনিধি


জুন ২৭, ২০২১
১১:৩৪ অপরাহ্ন


আপডেট : জুন ২৭, ২০২১
১১:৩৪ অপরাহ্ন



তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
সভাপতি সাজ্জাদ, সম্পাদক রাজ্জাক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৭ জুন) বিকেলে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বাদাঘাট বাজারে এ কমিটি গঠন করা হয়। 

দুই বছর মেয়াদী এ কমিটিতে দৈনিক ভোরের কাগজ'র প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহকে সভাপতি ও দৈনিক মানবজমিন'র প্রতিনিধি এম এ রাজ্জাককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন রাফি (দৈনিক সংবাদ) সহ-সভাপতি আবুল বাশার (দৈনিক সিলেটের দিনকাল) যুগ্ম-সাধারণ সম্পাদক আবির হাসান-মানিক (দৈনিক সিলেট মিরর) সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ সাজু (দৈনিক আমার সংবাদ) সহ-সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার (দৈনিক লাল সবুজের দেশ) অর্থ সম্পাদক রাহাদ হাসান মুন্না (দৈনিক সোনালি খবর) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জ্বল হাসান (দৈনিক বাংলাদেশ মিডিয়া)।

কমিটিতে কার্যনিবার্হী সদস্য হিসেবে আছেন মো. তানভীর আহমেদ তালুকদার (দৈনিক পর্যবেক্ষণ) ও সদস্য হিসেবে আছেন মো. শফিকুল ইসলাম (দৈনিক স্বাধীন সংবাদ)।


এএইচ/আরআর-০৬