তাহিরপুর প্রতিনিধি
জুন ২৭, ২০২১
১১:৩৪ অপরাহ্ন
আপডেট : জুন ২৭, ২০২১
১১:৩৪ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৭ জুন) বিকেলে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বাদাঘাট বাজারে এ কমিটি গঠন করা হয়।
দুই বছর মেয়াদী এ কমিটিতে দৈনিক ভোরের কাগজ'র প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহকে সভাপতি ও দৈনিক মানবজমিন'র প্রতিনিধি এম এ রাজ্জাককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন রাফি (দৈনিক সংবাদ) সহ-সভাপতি আবুল বাশার (দৈনিক সিলেটের দিনকাল) যুগ্ম-সাধারণ সম্পাদক আবির হাসান-মানিক (দৈনিক সিলেট মিরর) সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ সাজু (দৈনিক আমার সংবাদ) সহ-সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার (দৈনিক লাল সবুজের দেশ) অর্থ সম্পাদক রাহাদ হাসান মুন্না (দৈনিক সোনালি খবর) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জ্বল হাসান (দৈনিক বাংলাদেশ মিডিয়া)।
কমিটিতে কার্যনিবার্হী সদস্য হিসেবে আছেন মো. তানভীর আহমেদ তালুকদার (দৈনিক পর্যবেক্ষণ) ও সদস্য হিসেবে আছেন মো. শফিকুল ইসলাম (দৈনিক স্বাধীন সংবাদ)।
এএইচ/আরআর-০৬