ধর্মপাশায় লাইনম্যানকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ

ধর্মপাশা প্রতিনিধি


জুন ২৮, ২০২১
০৮:৪৮ অপরাহ্ন


আপডেট : জুন ২৮, ২০২১
১০:৫৮ অপরাহ্ন



ধর্মপাশায় লাইনম্যানকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পল্লী বিদ্যুত সমিতির লোকজনকে মারধর ও অবরুদ্ধ করে রাখার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

গত শনিবার ( ২৬জুন) বিকেলে উপজেলার কান্দাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।এ ঘটনায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মোহনগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো.আবুল কালাম বাদী হয়ে উপজেলার কান্দাপাড়া গ্রামের বাসিন্দা বিদ্যুৎ গ্রাহক সিরাজ তালুকদার (৫৫)কে আসামি করে গতকাল রবিবার (২৭জুন) সন্ধ্যায় ধর্মপাশার থানার ওসির কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ধর্মপাশা অভিযোগ কেন্দ্র ও থানা পুলিশ সূত্রে  জানা গেছে,উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া পূর্ব বাজার এলাকায় গত শনিবার (২৬জুন) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুতের বকেয়া বিল আদায় করতে যান পল্লী বিদ্যুৎ সমিতির ধর্মপাশা অভিযোগ কেন্দ্রের লাইনম্যান বোরহান উদ্দিন (২৬) ও ছাবির মিয়া (২৫)।

ওইদিন বেলা আড়াইটার দিকে কান্দাপাড়া গ্রামের বাসিন্দা বিদ্যুৎ গ্রাহক সিরাজ তালুকদার কান্দাপাড়া পূর্ব বাজারে আসেন। এ সময় লাইনম্যান বোরহান ওই গ্রাহককে ছয় মাসের বকেয়া বিল পরিশোধ করতে বলেন।

আর তা না হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে তাঁকে জানানো হয়। কিন্ত সিরাজ তালুকদার বিদ্যুৎ বিল পরিশোধ করতে অপারগতা প্রকাশ করেন।

ওইদিন বেলা পৌনে তিনটার দিকে ওই বিদ্যুৎ গ্রাহকের উপস্থিতিতে তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এক পর্যায়ে লাইনম্যান বোরহানকে মারধর শুরু করেন সিরাজ।

লাইনম্যান ছাবিরের সহায়তায় বোরহান রক্ষা পান।পরে সিরাজ ওই দুজনকে তাড়া করলে তাঁরা দুজন কান্দাপাড়া পূর্ব বাজারের একটি ওষুধেরর দোকানে গিয়ে আশ্রয় নেন।

সেখানে একঘন্টা অবরুদ্ধ থাকার পর খবর পেয়ে ওইদিন বেলা পৌনে চারটার দিকে  ধর্মপাশা থানা পুলিশ ওই দুজনকে সেখান থেকে উদ্ধার করেন।

তবে সিরাজ তালুকদার বলেন, আমার কাছে ছয় মাসের বিদ্যুৎ বিদ্যুৎ বকেয়া রয়েছে এ কথা সত্য। তবে আমি কাউকে মারধর করিনি। অবরুদ্ধ করে রাখার ঘটনাটিও সঠিক নয়।   

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ  আমি পেয়েছি।ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস এ/বি এন-০৯