ধর্মপাশায় নার্স ও আয়া করোনায় আক্রান্ত

ধর্মপাশা প্রতিনিধি


জুন ২৮, ২০২১
০৮:৫১ অপরাহ্ন


আপডেট : জুন ২৮, ২০২১
০৮:৫৩ অপরাহ্ন



ধর্মপাশায় নার্স ও আয়া করোনায় আক্রান্ত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স (৩২) ও একজন আয়া (২৩) করোনায় সংক্রমিত হয়েছেন।

কোভিড ১৯সংক্রমণের শুরু থেকে  আজ সোমবার (২৮জুন) পর্যন্ত  এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫জন। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই তথ্য পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,সর্দি জ্বর,শরীর ব্যথা ও কাশিতে আক্রান্ত হয়ে গতকাল রবিবার (২৭জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও একজন আয়াসহ আটজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কী না তা জানার জন্য হাসপাতালে এন্টিজেন পরীক্ষা করান। এই পরীক্ষায় আটজনের  মধ্যে একজন নার্স ও  একজন আয়ার শরীরে করোনা শনাক্ত হয়। করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে এ উপজেলায় কোভিড ১৯আক্রান্তের সংখ্যা ৫৫জন।এর মধ্যে দুজন মারা গেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.এমরান হোসেন বলেন, করোনায় আক্রান্ত নার্স ও আয়া এই দুজন হোম আইসোলেশনে রয়েছেন।বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো.মুনতাসির হাসান বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বরকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এস এ/বি এন-১০