জগন্নাথপুর প্রতিনিধি
জুন ২৮, ২০২১
১০:৩৬ অপরাহ্ন
আপডেট : জুন ২৮, ২০২১
১০:৩৬ অপরাহ্ন
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার (২৮ জুন) থেকে দেশজুড়ে শুরু হয়েছে তিনদিনের সীমিত লকডাউন। তবে লকডাউন মানায় আগ্রহ নেই সুনামগঞ্জের জগন্নাথপুরে। স্বাস্থ্যবিধি মানছেন না অধিকাংশ মানুষ।
সোমবার দুপুরে সরেজমিনে পৌরশহরের প্রধান সড়ক জগন্নাথপুর-রানীগঞ্জ-আঞ্চলিক মহাসড়কের মুক্তিযোদ্ধা মোড় এলাকায় গিয়ে তীব্র যানজট দেখা গেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী রিকশা ব্যতিত অন্য সবধরনের যানবাহন চলাচল নিষেধাজ্ঞা থাকলেও এ উপজেলায় দূরপাল্লার যান ছাড়া সবধরনের যান চলাচল ছিল স্বাভাবিক। দোকানপাটে কার্যক্রম ছিল অন্যান্য দিনের মতোই। তবে সীমিত লকডাউনের প্রথমদিনে বাইরে জনসাধারণের উপস্থিতি একটু কম ছিল।
এদিকে করোনার সংক্রমণরোধে জনসচেতনতার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে জগন্নাথপুরের হাট-বাজারে মাইকিং করে প্রচার চালানো হয়।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, করোনার সংক্রমণ ঠেকাতে প্রচার চালানো হয়েছে। অযথা বাইরে ঘোরাঘুরি না করার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান।
এএ/আরআর-০৬