রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা তালেব আলী

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


জুন ২৮, ২০২১
১১:০৪ অপরাহ্ন


আপডেট : জুন ২৮, ২০২১
১১:০৪ অপরাহ্ন



রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা তালেব আলী

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা তালেব আলী আর নেই। তিনি উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রামের মৃত ফিরিজ আলীর ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়েছে। 

সোমবার (২৮ জুন) সকাল ৬টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

মৃতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই আবু বক্কর ও এএসআই রাজুসহ জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মমসর আলী, বাখর আলী, তারিফ আলী, সুনুর আলী, উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ের নাজির আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।


এসটি/আরআর-০৮