দক্ষিণ সুনামগঞ্জে লকডাউন কার্যকরে মাঠে প্রশাসন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


জুন ২৮, ২০২১
১১:১৯ অপরাহ্ন


আপডেট : জুন ২৮, ২০২১
১১:১৯ অপরাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে লকডাউন কার্যকরে মাঠে প্রশাসন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় করোনার বিস্তার রোধকল্পে লকডাউন কার্যকরে মাঠে নেমেছে পুলিশ ও উপজেলা প্রশাসন।

সোমবার (২৮ জুন) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার উজ জামানের নেতৃত্বে এবং দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলার পাগলা বাজার, পাথারিয়া বাজার, নোয়াখালী বাজারসহ বিভিন্ন পয়েন্টে করোনার বিস্তার রোধকল্পে সরকারি বিধিনিষেধের অংশ হিসেবে হাট-বাজার ও রাস্তায় মাস্কবিহীন চলাচলকারী জনগণকে মাস্ক পরিধান করার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়। 

এ সময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশের ফোর্সসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দক্ষিণ সুনামগঞ্জের উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার উজ জামান বলেন, করোনাভাইরাসের বিস্তাররোধে সর্বাত্মক বিধিনিষেধ কার্যকরে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান হয়েছে। প্রথমদিনে বিধিনিষেধ মানতে আমরা মানুষকে উদ্বুদ্ধ করেছি। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে অনুরোধ করেছি। আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।


এসটি/আরআর-১০