দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
জুন ২৮, ২০২১
১১:৫৮ অপরাহ্ন
আপডেট : জুন ২৮, ২০২১
১১:৫৮ অপরাহ্ন
নাজিমুল ইসলাম জায়গীরদার নাজিম
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামের বাসিন্দা কলেজছাত্র নাজিমুল ইসলাম জায়গীরদার নাজিমের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আনছার মিয়া জায়গীরদার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে পুলিশ এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামের ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে নাজিমকে দাফন করা হয়।
এদিন বিকেলে নিহতের বাবা আনছার মিয়া জায়গীরদার বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বড়মোহা গ্রামের খলিল খানের ছেলে আমিন খান (২১), আবুল খয়ের খানের ছেলে জাহির আলম খান (৩৫) ও মৃত গোলাপ খাঁনের ছেলে মনতছির আলী খাঁন (৬৫)।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে। বাকি আসামিদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে। গ্রেপ্তারকৃত ৩ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা আর না ঘটে, সেজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল রবিবার (২৭ জুন) বিকেলে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামের ঈদগাহ মাঠে গ্রামের ছেলেদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আনছার মিয়ার ছেলে নাজিমুল ইসলাম জায়গীরদার নাজিম ও একই গ্রামের খলিল খানের ছেলে আমিন খানের মাঝে কথা কাটাকাটি হয়। কথা কাটাকটির একপর্যায়ে খাঁ গোষ্ঠীর লোকজন উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাজিমুল ইসলামের লোকদের ওপর আক্রমন চালালে তারা বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। তখন প্রতিপক্ষের লোকজন নাজিমুল ইসলাম জায়গীরদার নাজিমের বাড়িতে গিয়ে আক্রমণ চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার বুকে ও খালিছ মিয়ার পেটে আঘাত করলে তারা দুজন গুরুতর আহত হন। এ ঘটনায় আহত হন আরও ২ জন। আহত ৪ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নাজিমুল ইসলাম জায়গীরদার নাজিম মারা যান।
এসটি/আরআর-১৪