রাস্তা রক্ষায় দেওয়া বাঁশের আড় উপড়ে ফেলল প্রভাবশালীরা

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


জুন ২৯, ২০২১
১১:০১ অপরাহ্ন


আপডেট : জুন ২৯, ২০২১
১১:০১ অপরাহ্ন



রাস্তা রক্ষায় দেওয়া বাঁশের আড় উপড়ে ফেলল প্রভাবশালীরা

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে নিরীহ পরিবারের লোকজনের মালিকানাধীন জায়গায় ও সদরপুর-কামরুপদলং গ্রামের সরকারি রাস্তা রক্ষায় রাস্তার পাশে মাটি ফেলে সেই মাটি আটকে রাখার জন্য বাঁশের আড় বাঁধায় খেপেছে একটি প্রভাবশালী পক্ষ। নিরীহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে তারা উপড়ে ফেলেছে রাস্তার পাশের মাটি রক্ষায় বাঁধা বাঁশের আড়টি। এমন অভিযোগ পাওয়া গেছে উপজেলার জয়কলস ইউনিয়নের কামরুপদলং গ্রামে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (২৮ জুন) সকাল ১০টায়। 

এ ঘটনায় আজ মঙ্গলবার (২৯ শে জুন) উপজেলার জয়কলস ইউনিয়নের কামরুপধলং গ্রামের মৃত তেরাব আলীর ছেলে মো. জামাল উদ্দিন বাদী হয়ে একই গ্রামের মৃত উনার আলীর ছেলে সফু মিয়া, রফাত আলীর ছেলে বিলাল মিয়া ও জয়নুলকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, কামরুপদলং গ্রামের জামাল উদ্দিনের মালিকানাধীন বসতবাড়ির জায়গার উপর দিয়ে পশ্চিম অংশে সরকারি রাস্তা বিদ্যমান। এই রাস্তার পশ্চিম পাশে অভিযোগকারীর জামাল উদ্দিনের মালিকানাধীন অবশিষ্ট কিছু জায়গা রয়েছে। উক্ত জায়গা রাস্তা সংলগ্ন হওয়ায় বিগতদিনের কয়েক দফা বন্যায় রাস্তার পাশের মাটি ভেঙে গিয়ে রাস্তাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কোনো সময় রাস্তাটির মূল ঢালাই ধসে যেতে পারে। তাই রাস্তার ধস ঠেকাতে জালাল উদ্দিন এই জায়গা ও রাস্তার সুরক্ষার উদ্যোগ নেন। তিনি বিগত কয়েকদিন আগে নিজ উদ্যোগে প্রায় ২০ হাজার টাকা খরচ করে মাটি ভরাট করে বাঁশের আড় বেঁধে রাস্তা রক্ষা করার চেষ্টা করেন।

কিন্তু সোমবার সকালে গ্রামের সফু মিয়ার নির্দেশে নিরীহ জামাল উদ্দিন বাড়িতে না থাকার সুযোগে তার স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মিত বাঁশের আড় উপড়ে ফেলে দেওয়া হয়। তখন আশপাশের লোকজন জড়ো হলে প্রতিপক্ষের লোকজন চলে যায়।

থানায় দেওয়া অভিযোগে জামাল উদ্দিন জানান, বর্তমানে প্রতিপক্ষের ভয়ে তিনি ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় আছেন। যে কোনো সময় প্রতিপক্ষ কর্তৃক তার পরিবারের সদস্যদের প্রাণনাশের আশঙ্কা রয়েছে। এ ঘটনায় তিনি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত সফু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়টি আমি জানি না। তার জায়গা রাস্তার পূর্বপাশে। তবে পশ্চিম দিকে এসে দাবি করায় যাদের জায়গা তাদের সঙ্গে এ ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদীর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এসটি/আরআর-০৫