খেলা ডেস্ক
জুন ২৯, ২০২১
১১:২৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৯, ২০২১
১১:৩০ পূর্বাহ্ন
ইতিহাস গড়লেন ভারতের অন্যতম সেরা তিরন্দাজ দীপিকা কুমারী। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত তিরন্দাজি বিশ্বকাপের স্টেজ থ্রি-র রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জিতলেন ৬-০ ফলাফলে। হারালেন রাশিয়ার এলেনা ওসিপোভাকে। সেই সঙ্গে চলতি বিশ্বকাপে সোনা জয়ের হ্যাটট্রিকও সেরে ফেললেন তিনি। শুধু তাই নয়, একই সঙ্গে বিশ্ব তিরন্দাজি র্যাঙ্কিংয়ে ফের উঠে এলেন এক নম্বরেও। সোমবারই প্রকাশিত হয়েছে নয়া র্যাঙ্কিং। সেখানেই সবাইকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন দীপিকা কুমারী।
এর আগে রবিবার প্যারিসে অনুষ্ঠিত তীরন্দাজি বিশ্বকাপে জোড়া সোনা পেয়েছিলেন দীপিকা কুমারী। স্বামী অতনু দাসের সঙ্গে মিক্সড ডাবলসে সোনা জেতার পর মেয়েদের রিকার্ভ দলের হয়ে নেমে সোনা জেতেন তিনি। ভারতের মহিলা দলে ছিলেন অঙ্কিতা ভকত, কোমালিকা বারির সঙ্গে দীপিকা। ফাইনালে তাঁরা হারিয়ে দেন মেক্সিকোকে। ফল ভারতের পক্ষে ৫–১। একটাও সেট হারায়নি ভারত। এবার নিয়ে মোট ছ’বার বিশ্বকাপে সোনা জিতল ভারতের এই মহিলা দল। তবে এই দল এখানে জিতলেও অলিম্পিকে যাওয়ার ছাড়পত্র পায়নি। একমাত্র দীপিকা কুমারী ব্যক্তিগতভাবে টোকিও যাওয়ার ভিসা পেয়েছেন।
এএন/০৬