তাহিরপুর প্রতিনিধি
জুন ৩০, ২০২১
১২:১৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ৩০, ২০২১
১২:১৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কামারকান্দি গ্রামের আব্দুল মোছাব্বিরের স্ত্রী সফিনা বেগম (৭০)।
মঙ্গলবার (২৯ জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট থেকে সুনামগঞ্জে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তাহিরপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহমদ সাফি বিষয়টি নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধা গতকাল সোমবার করোনার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি হন। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। আজ মঙ্গলবার বিকেলের দিকে অবস্থার অবনতি হওয়ায় সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
এএইচ/আরআর-১৪