তাহিরপুর প্রতিনিধি
জুন ৩০, ২০২১
০১:০৭ পূর্বাহ্ন
আপডেট : জুন ৩০, ২০২১
০১:১৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটায় স্রোতের কবলে পড়ে নিখোঁজ নৌকার মাঝি হারিছ মিয়ার লাশ ঘটনার ২৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। একই দিনে উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের বলদার হাওর থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
তাহিরপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ জুন) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর বড়টেক এলাকায় পাহাড়ি ঢলের পানিতে একটি লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে তাহিরপুর থানার এসআই মোহাম্মদ শাহাদাৎ হোসাইন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করেন। খবর পেয়ে স্বজনরা এসে নিখোঁজ হওয়া খেয়া নৌকার মাঝি হারিছ মিয়ার লাশ শনাক্ত করেন।
অপরদিকে, একই দিন বিকেলে বাদাঘাট ইউনিয়নের বলদার হাওরে অজ্ঞাত একজনের লাশ ভেসে ওঠার খবর পেয়ে বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. জয়নাল আবেদীন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার নিখোঁজ নৌকার মাঝিসহ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
এএইচ/আরআর-১৮