পা পিছলে কপাল পুড়ল সেরেনা ও আদ্রিয়ানের

খেলা ডেস্ক


জুন ৩০, ২০২১
০৪:০৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ৩০, ২০২১
০৪:০৮ পূর্বাহ্ন



পা পিছলে কপাল পুড়ল সেরেনা ও আদ্রিয়ানের


মার্গারেট কোর্টের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড এবারের উইম্বলডনেরও ছোঁয়া হলো না সেরেনা উইলিয়ামসের। যুক্তরাষ্ট্রের নারী টেনিস তারকা যে উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন আজ। 

না, বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচের কাছে হারেননি ২৩ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। প্রথম সেটে ৩–১ গেমে এগিয়ে যাওয়ার পর সেরেনা পিছলে পড়ে আহত হন। বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়েছেন সেরেনা। এরপর সাসনোভিচ ৩–৩ করার পর আর চালিয়ে যেতে পারেননি সেরেনা।  কাঁদতে কাঁদতেই অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্ট ছেড়েছেন ৩৯ বছর বয়সী সেরেনা।


উইম্বলডনে আজ পা পিছলে কপাল পুড়েছে আদ্রিয়ান মানারিনোরও। নিজের ৩৩তম জন্মদিনে প্রতিদ্বন্দ্বী হিসেবে মানারিনো পেয়েছিলেন রজার ফেদেরারকে। পুরুষ টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটা যিনি রাফায়েল নাদালের সঙ্গে ভাগাভাগি করছেন। ফরাসি খেলোয়াড় জন্মদিনটাকে স্মরণীয় করার সুযোগও পেয়ে গিয়েছিলেন। সবচেয়ে বেশি উইম্বলডন জয়ী ফেদেরারের বিপক্ষে জয়ের সম্ভাবনা যে তৈরি করে কোর্ট ছাড়তে হয় আদ্রিয়ানকে।

এএন/০২